শেরপুরের গারো পাহাড়ের মধুটিলা ইকোপার্ক সংলগ্ন গুচ্ছগ্রাম এলাকা থেকে ৫০ বোতল ভারতীয় মদসহ মাদক কারবারি বিনোদন কোচকে (১৯) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার ভোরে জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত বিনোদন কোচ সীমান্ত এলাকার নালিতাবাড়ি উপজেলার পশ্চিম সমশ্চুড়া গ্রামের অনিল কোচের ছেলে। তার কাছ থেকে মাদক উদ্ধার করা হয়েছে।
জানা যায়, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাইম মোহাম্মদ নাহিদ হাসানের তত্ত্বাবধানে সেকেন্ড অফিসার এসআই শফিকুর রহমান সজীবের নেতৃত্বে এএসআই সুরহাব আলী, এএসআই আরিফুল ইসলাম, এএসআই সোহেল রানা সঙ্গীয় ডিবি পুলিশের একটি অভিযানির দল গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী মধুটিলা ইকোপার্ক গুচ্ছগ্রামের পাশে মাদক বিরোধী বিশেষ অভিযান চালায়। এসময় ৫০ বোতল ভারতীয় মদসহ বিনোদন কোচকে গ্রেপ্তার করা হয়।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাইম মোহাম্মদ নাহিদ হাসান বলেন, ‘বিনোদন কোচ একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি সীমান্তবর্তী গ্রামগুলোতে দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা করে আসছিলেন। এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মাদক আইন একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার বিনোদন কোচকে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।’