শেরপুর জেলা শহরের পূর্বশেরী অষ্টমী তলা মহল্লায় একটি চিহ্নিত সন্ত্রাসী বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় ভুক্তভোগী এলাকাবাসী। ২৯ জুন শনিবার দুপুরে শহরের অষ্টমী তলা থেকে পূর্বসূরী পর্যন্ত মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে সেখানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা সন্ত্রাসী বাহিনীর নানা অত্যাচারের কাহিনী তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এলাকাবাসীর পক্ষে আরিফুর রহমান নিশান। তার বক্তব্যে বলেন, স্থানীয় প্রভাবশালী বাসিন্দা এডভোকেট মোখলেসুর রহমান দীর্ঘ ১৫ বছর যাবত স্থানীয় অষ্টমিতলাস্থ জামে মসজিদ, কাশিমুল উলুম হোসাইনিয়া মাদ্রাসা এবং কবরস্থান কমিটিতে এলাকারবাসীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক সভাপতি পদবী দখল করে আসছিলেন। মোখলেছুর রহমান তার ছেলে ছাত্রলীগের সাবেক নেতা মুরশিদুর রহমার আকন্দকে দিয়ে দীর্ঘদিন যাবত একটি সন্ত্রাসী বাহিনী গঠন করে এই অঞ্চলে ত্রাসের রাজত্ব কায়েম করেছে।
ভুক্তভোগীরা অ্যাডভোকেট মোখলেছুর রহমানের মিথ্যা মামলায় অতিষ্ট। তার সৃষ্টি করা সন্ত্রাসী বাহিনীর নির্মুল চায় এবং শান্তিপূর্ণভাবে বসবাস করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন। মানববন্ধন ও সংবাদ সম্মেলনে শ্রমিক নেতা শরাফত আলী, শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।