শেরপুরে এক ছেলে নবজাতক শিশুর লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। ২৭ জুন বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের খামারপাড়া গ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সদর উপজেলার পাকুড়িয়া খামারপাড়া গ্রামে বৃহস্পতিবার ভোর সকালে ওই এলাকার মানুষ ৭/৮ মাস বয়সী এক ছেলে নবজাতকের লাশ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হায়দার আলীকে জানালে তিনি সদর থানায় খবর দেন। পরে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল গিয়ে ওই নবজাতক শিশুর লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মোঃ শফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।