শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে নবজাতকের লাশ উদ্ধার
শেরপুরে নবজাতকের লাশ উদ্ধার

শেরপুরে নবজাতকের লাশ উদ্ধার

শেরপুরে এক ছেলে নবজাতক শিশুর লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। ২৭ জুন বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের খামারপাড়া গ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সদর উপজেলার পাকুড়িয়া খামারপাড়া গ্রামে বৃহস্পতিবার ভোর সকালে ওই এলাকার মানুষ ৭/৮ মাস বয়সী এক ছেলে নবজাতকের লাশ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হায়দার আলীকে জানালে তিনি সদর থানায় খবর দেন। পরে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল গিয়ে ওই নবজাতক শিশুর লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মোঃ শফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen − 3 =