শেরপুরে কমিউনিটি অনকোলজি ফাউন্ডেশনের উদ্বোধন করা হয়েছে। ২১ জুন শুক্রবার সকালে শহরের মাধবপুরস্থ ডায়াবেটিক হাসপাতালের অস্থায়ী কার্যালয়ে ঢাকার কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্টের সহায়তায় ওই প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়।
প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন সাবেক সিনিয়র সচিব ও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) চেয়ারম্যান আবদুস সামাদ ফারুক।
নবগঠিত প্রতিষ্ঠানের সভাপতি বিশিষ্ট সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম প্রধান অতিথি ও পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে প্রধান আলোচক ছিলেন অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন। ওইসময় জেলা বিএমএ সভাপতি ডা. এমএ বারেক তোতা, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেনসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে কমিউনিটি অনকোলজি ফাউন্ডেশনের যাত্রার মধ্য দিয়ে শেরপুরে ক্যান্সারে আক্রান্ত মানুষের দোরগোড়ায় সেবাপ্রাপ্তির সুযোগ সৃষ্টি হওয়ায় ওই প্রতিষ্ঠানের গোড়াপত্তনের মূল উদ্যোক্তা বিশিষ্ট সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়াসহ সংশ্লিষ্ট সকলের প্রতি অভিনন্দন জানিয়েছেন শেরপুর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার।