শেরপুরে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম দূর্নীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক জাপা সভাপতি মো. ইলিয়াস উদ্দিন। ৮ জুন শনিবার বিকেলে শহরের খরমপুর নতুনবাজারস্থ জেলা জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ইলিয়াস উদ্দিন তার মৌখিক বক্তব্যে বলেন, চরপক্ষিমারি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকবার আলী তার অদৃষ্ট শক্তির জোরে স্থানীয় গরুর বাজার, ভ্রহ্মপুত্র নদের অবৈধ বালু মহল, সড়ক ও জনপথের জায়গার উপর বাজার নির্মানসহ নানা অপকর্ম ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছেন। সেইসাথে চরাঞ্চলের বিভিন্ন কাজে অনিয়ম, দূর্নিতি ও তার সন্ত্রাসী বাহিনী দিয়ে নানা কার্যাকম চালাচ্ছে। এসব কাজে কেউ প্রতিবাদ করতে গেলে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছেন। এছাড়াও একটি হত্যা মামলায় মিথ্যা স্বাক্ষী দিয়ে আমার ছেলে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রউফকে আসামী করে জেলা হাজতে পাঠিয়েছে। এসব দূর্নীতি ও সন্ত্রাসী কাজের প্রতিবাদে এবং তার প্রতিকারে প্রশাসনের হস্থক্ষেপ কামনা করে সংবাদ সম্মলন করেন জাপার এই নেতা। এসময় ওই এলাকার ভূক্তভোগী সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
এদিকে সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতার আকবর আলীর বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়ে আকবর আলী মুঠোফোনে বলেন, আমার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অসত্য ও বানোয়াট। আমার ভাবমুর্তি ক্ষুন্ন করার জন্য ইলিয়াস চেয়ারম্যান এসব কথা বলেছেন।