শেরপুরের নকলায় নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে উপজেলার গণপদ্দী বিহারীরপাড় এলাকায় ঘোড়ামারা নদীতে এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে- ওই এলাকার কৃষক মোতালেব হোসেনের মেয়ে মারিয়া আক্তার মিম (১২) ও ছেলে মাসুদ রানা (৮)।
পুলিশ ও নিহতদের স্বজনরা জানান, দুপুর ২টার দিকে স্কুল থেকে ফিরে দুই ভাই-বোন একই সঙ্গে নদীতে গোসল করতে যায়। এরপর থেকেই তারা নিখোঁজ ছিল। পরে স্বজনরা নদীতে তাদের মরদেহ দেখতে পান।
নকলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের খান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।