বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে শেরপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সার্বিক কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জের রেঞ্জ ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম-বার, পিপিএম।
বৃহস্পতিবার (৩০ মে) সকালে বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে এ পরিদর্শন সম্পন্ন করেন তিনি। এসময় ডিআইজিকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান পুলিশ সুপার মোঃ আকরামুল হোসেন পিপিএম-সেবা। জেলা পুলিশের সুসজ্জিত একটি চৌকস পুলিশ দল “গার্ড অফ অনার” প্রদান করেন ডিআইজিকে।
পরে ডিআইজি শাহ আবিদ ক্রমান্বয়ে পুলিশ সুপার কার্যালয়ে অবস্থিত জেলা পুলিশের সাধারণ শাখা,
ক্রাইম শাখা, হিসাব শাখা ও গোপনীয় শাখার গুরুত্বপূর্ণ বিভিন্ন নথিপত্র পর্যবেক্ষণ পূর্বক পরিদর্শন বহিতে সাক্ষর করেন।
এছাড়াও পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশ কর্তৃক আয়োজিত বিশেষ আইন-শৃঙ্খলা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন রেঞ্জ ডিআইজি শাহ আবিদ।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলা নিয়ে আলোচনাসহ আসন্ন ঈদ-উল আযহা ২০২৪ উপলক্ষে কোরবানীর পশুর হাটের নিরাপত্তা ব্যবস্থা, গুরু চুরি প্রতিরোধ ও গরু চোরাচালান রোধসহ যানজট নিরসন এবং বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
এ সময় পুলিশ সুপার মোঃ আকরামুল হোসেন পিপিএম-সেবা, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মোঃ দিদারুল ইসলাম, সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।