শেরপুরের শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফৌজিয়া নাজনীনের বদলীজনিত কারণে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ২৩ মে বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন ও অফিসার্স ক্লাবের আয়োজন এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম।
বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান জুয়েল আকন্দ, পৌরসভার মেয়র মোহাম্মদ আলী লাল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম খান সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো, মেরাজ উদ্দিন চৌধুরী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা, মেহেদী হাসান, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা রুহুল আমিন তালুকদার, সদর ইউপি চেয়ারম্যান মো. ফরিদুজ্জামান, ভেলুয়া ইউপি চেয়ারম্যান আব্দুল করিম প্রমুখ।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেনের সঞ্চালনায় সভায় বক্তারা উপজেলা নির্বাহী অফিসারের কর্মময় দিক তুলে ধরে বিদায় শুভেচ্ছা জানান। পরে ক্রেষ্ট ও ফুল দিয়ে বিদায় সংবর্ধনা জানানো হয়।