শেরপুর প্রতিদিন ডট কম

Home জাতীয় বাবাকে নিয়ে এমপি আনারের কন্যার আবেগঘন স্ট্যাটাস
বাবাকে নিয়ে এমপি আনারের কন্যার আবেগঘন স্ট্যাটাস

বাবাকে নিয়ে এমপি আনারের কন্যার আবেগঘন স্ট্যাটাস

ভারতে গিয়ে নিহত ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বাবাকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। বুধবার (২২ মে) রাত ১০টায় ফেসবুকে তার ব্যক্তিগত টাইমলাইনে আবেগঘন ওই পোস্ট করেন।
ডরিন লিখেছেন, ‘আব্বু তোমার অনেক কষ্ট হয়েছিল তাই না? তুমিতো আমাকে নিয়ে যেতে চেয়েছিলে, আমিই যাইনি। ভিসা ছিল না আমার। আমি তোমার কষ্টের ভাগ নিতে পারলাম না। তুমি কতো কষ্ট পেয়েছো এটা ভাবলে আমার বেঁচে থাকার ইচ্ছা শেষ। আমি তোমার এতো আঘাত-ব্যথা সহ্য করতে পারি না। আল্লাহ কি নেই? এত কষ্ট দিয়ে কোনো মানুষ মানুষকে মারতে পারে বলে আমার জানা ছিল না। আমি বিচার চাই, আমি বিচার চাই। আমি ওদের লাশ দেখতে চাই নির্মমভাবে।’
স্ট্যাটাসটি দেওয়ার পর মুহূর্তের মধ্যে হাজার হাজার লাইক ও দুই শতাধিক কমেন্টস পড়ে সেখানে। এদের মধ্যে আমির হামজা নামের এক ব্যক্তি লিখেছেন, ‘এতটা নির্মমভাবে হত্যা করা হয়েছে ভাবতেও ভয় লাগছে।’
এস সাদিয়া সাবরিন সারা নামের আরেকজন লিখেছেন, ‘এই মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। যারা নির্মমভাবে হত্যা করেছে তাদেরও এই দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমাদের একটাই দাবি যারা নির্মমভাবে হত্যা করেছে তাদেরকেও গণসম্মুখে মৃত্যুদণ্ড দেওয়া হোক।’


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seven − three =