শেরপুরের ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়ার বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ২৩ মে বৃহস্পতিবার দুপুরে অফিসার্স ক্লাবের আয়োজনে ও উপজেলা পরিষদের সহযোগিতায় ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া’র বদলিজনিত বিদায় উপলক্ষ্যে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সাহার সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামালের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: বছির আহমেদ বাদল, উপজেলা নির্বাচন অফিসার হুমায়ূন কবীর, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, অতিরিক্ত কৃষি অফিসার দিলরুবা আক্তার, পিআইও মোহাম্মদ আব্দুল মান্নান, আবাসিক প্রকৌশলী রুকনুজ্জামান, একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান তালুকদার, ইউপি চেয়ারম্যানদের পক্ষে আশরাফুল ইসলাম পলাশ, ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রোস্তম আলীসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ।
বিদায় অনুষ্ঠানে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান আকন্দ, সাংবাদিক হারুন অর রশিদ দুদু, সাংবাদিক গোলাম রব্বানী টিটুসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা ঝিনাইগাতীর ইউএনও আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া’র বদলিজনিত বিদায় সংবর্ধনা