শেরপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ মে) সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।
সভায় পুলিশ সুপার মোঃ আকরামুল হোসেন পিপিএম-সেবা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, সিভিল সার্জন ডা: অনুপম ভট্টাচার্য্য, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক জেবুন নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুল হাসানসহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
সভায় এজেন্ডাভুক্ত জেলা পর্যায়ের সকল দপ্তরসমূহের পরিচালক এবং উপপরিচালকবৃন্দ উপস্থিত থেকে দপ্তরের গুরুত্বপূর্ণ কার্যক্রম সমূহের অগ্রগতি ও বাস্তবায়ন সম্পর্কে বিস্তারিত আলোচনান্তে বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় বহুপাক্ষিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ গৃহীত হয়।