শেরপুরে জেলা পর্যায়ে সর্বজনীন পেনশন স্কিম সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলা বাস্তবায়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ মে সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুমের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপসচিব মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব-উল-আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মোসা. হাফিজা জেসমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক লুৎফুল কবীর প্রমুখ।
জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম বলেন, সর্বজনীন পেনশন স্কিম সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। ৪টি স্কিমের মাধ্যমে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন কাজ শুরু হয়েছে। পেশাজীবী যে কেউ চাইলে অনলাইন প্লাটফর্মে রেজিস্ট্রেশন করে সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হতে পারবেন।
এটি বাস্তবায়নের জন্য সুপরিকল্পিতভাবে কাজ করার জন্য সকলের প্রতি আহবান জানান তিনি।