আকস্মিকভাবে শেরপুরের নকলা থানা ও চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেছেন নবাগত পুলিশ সুপার মোঃ আকরামুল হোসেন পিপিএম-সেবা। শনিবার (১১ মে) বিকেল নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে নকলা থানা ও চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন করেন তিনি। এসময় নকলা থানা ও চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
পরে নবাগত পুলিশ সুপার থানায় উপস্থিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের সাথে কুশলাদি বিনিময় করেন। থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যেদের দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন।
পরে তিনি ক্রমান্বয়ে থানা কম্পাউন্ড ও বিভিন্ন কার্যক্রম সরজমিনে পরিদর্শন পূর্বক পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। পরবর্তীতে চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম সরজমিন পরিদর্শন করেন।
পরিদর্শনকালে নকলা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাদের মিয়া, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম মিয়া, চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সাইফুল ইসলামসহ থানা ও তদন্ত কেন্দ্রে কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।