শেরপুর প্রতিদিন ডট কম

Home জাতীয় জনচাহিদা মাথায় রেখে কাজ করুন, জনপ্রতিনিধিদের প্রধানমন্ত্রী
জনচাহিদা মাথায় রেখে কাজ করুন, জনপ্রতিনিধিদের প্রধানমন্ত্রী

জনচাহিদা মাথায় রেখে কাজ করুন, জনপ্রতিনিধিদের প্রধানমন্ত্রী

লালমনিরহাট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবু বকর সিদ্দিক শ্যামলকে শপথবাক্য পাঠ করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৬ মে) নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী এই শপথবাক্য পাঠ করান।
অনুষ্ঠানে জনপ্রতিনিধিদের জনগণের চাহিদার কথা মাথায় রেখে তাদের প্রত্যাশা পূরণে কাজ করার আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন জানিয়েছেন, প্রধানমন্ত্রী পরিপূর্ণ দায়িত্ব পালনে স্থানীয় পর্যায়ে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইব্রাহিম শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ৩ এপ্রিল লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আবু বকর সিদ্দিক শ্যামল বিজয়ী হন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 − five =