শেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ এপ্রিল রোববার সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করে শহর প্রদক্ষিণ করা হয়।
এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে শোভাযাত্রা উদ্বোধন করেন জেলা লিগাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌফিক আজিজ।
এসময় অন্যান্য অতিথিদের মধ্যে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম ও পুলিশ সুপার মোনালিসা বেগমসহ জেলা প্রশাসন এবং জেলা জজ আদালতের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।
শোভাযাত্রা শেষে আদালত প্রাঙ্গনে লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোহাম্মদ তৌফিক আজিজ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্য অতিথির মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের বিচারক কামরুন্নাহার রুমি, সিজিএম (ভারপ্রাপ্ত) সালাতউল্লাহ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুস সবুর, এডিএম জেবুন্নাহার, পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটন, জিপি আবুল কাশেম, পিপি চন্দন কুমার পাল, প্রেসক্লাবের সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা আইনজীবী সমিতির সভাপতি এমকে মুরাদুজ্জামান, সাধারণ সম্পাদক আবুল মনসুর স্বপন প্রমুখ।
সভার সুবিধা বঞ্চিত মানুষ কিভাবে বিনামূল্যে ন্যায় বিচারের জন্য আইনগত সহায়তা পাবে তার বিস্তর আলোচনা করা হয়।