শেরপুরের ঝিনাইগাতীতে ৬৬ বোতল ভারতীয় মদসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব ১৪ জামালপুর। ২৫ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ধানশাইল ইউনিয়নের চাপাঝোড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলা সদর বাজারের মো. খায়রুল ইসলামের ছেলে মো. রাসেল মিয়া (৩২) ও উপজেলার কাংশা ইউনিয়নের গান্ধিগাঁও গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে আব্দুল কাদির (৩২)।
জানা গেছে, র্যাব-১৪, জামালপুরের কোম্পানী কমান্ডার মেজর মো. আবরার ফয়সাল সাদীর নেতৃত্বে একটি আভিযানিক দল ঝিনাইগাতী উপজেলার চাপাজোড়া এলাকায় চেকপোষ্ট স্থাপন করে। সন্ধ্যায় একটি অটোরিকশা চেকপোস্টের সামনে এসে দাঁড়ায়। এ সময় রিক্সাটি তল্লাশী করে ৬৬ বোতল ভারতীয় বিভিন্ন ব্রান্ডের মদ উদ্ধার করা হয়। পরে মো. রাসেল মিয়া ও অটো চালক আব্দুল কাদিরকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকের বর্তমান বাজার মূল্য প্রায় ৬৬ হাজার টাকা। ওই ঘটনায় ঝিনাইগাতী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-১৪, জামালপুরের কোম্পানী কমান্ডার মেজর মো. আবরার ফয়সাল সাদী জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে ঝিনাইগাতী থানায় সোপর্দ করা হয়েছে।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বলেন, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।