শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা ঝিনাইগাতীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু
ঝিনাইগাতীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু

ঝিনাইগাতীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের কান্দুলী গ্রামে হিট স্ট্রোকে আল আমিন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার কান্দুলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আল আমিন ওই গ্রামের ফরজ উদ্দিনের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ধানশাইল ইউনিয়নের কান্দুলি গ্রামের আল আমীন তার ক্ষেতের ধানকাটা শ্রমিকদের জন্যে খাবার নিয়ে যাওয়ার পথে মধ্যেই হিট স্ট্রোকে আক্রান্ত হয়। পরে তাকে দ্রুত উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ধানশাইল ইউনিয়নের চেয়ারম্যান মো.শফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, অতিরিক্ত গরমের কারণেই আল আমীন মারা গেছে।
কর্তব্যরত ডাক্তার জানান, তিনি হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

12 + 17 =