শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা নালিতাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
নালিতাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

নালিতাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

শেরপুরের নালিতাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১৪ এপ্রিল রবিবার সন্ধ্যায় উপজেলার রূপনারায়ণকুড়া ইউনিয়নের কাওয়াকুড়ি গ্রামের একটি পুকুর থেকে এই দুই শিশুর লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলো ওই গ্রামের ভ্যানচালক আব্দুল হাইয়ের মেয়ে আছিয়া (৬) ও একই গ্রামের ইটভাটা শ্রমিক আবু হানিফার ছেলে সারোয়ার হোসেন (৯)।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নালিতাবাড়ী উপজেলার রূপনারায়ণকুড়া ইউনিয়নের কাওয়াকুড়ি গ্রামের ইটভাটা শ্রমিক আবু হানিফা সপরিবারে নরসিংদীতে ইটের ভাটায় শ্রমিক হিসেবে কাজ করেন। ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে আসেন তারা। আর আব্দুল হাই এলাকায় ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। রবিবার বিকেলে খেলতে গিয়ে পরিবারের লোকদের অজান্তে পার্শ্ববর্তী রফিকুলের পুকুরের পানিতে ডুবে যায় ওই দুই শিশু।
সন্ধ্যা ঘনিয়ে এলেও তারা বাড়িতে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রফিকুলের পুকুর পাড়ে একজনের গায়ের গেঞ্জি পড়ে থাকতে দেখে সন্দেহজনকভাবে পুকুরে খুঁজতে থাকেন স্বজনরা। পরে অল্প সময়ের ব্যবধানে ওই দুই শিশুর লাশ পুকুরের পানিতে নিমজ্জিত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
রূপনারায়ণকুড়া ইউপি চেয়ারম্যান মো. মনজুর আল মামুন জানান, বিকেল থেকেই ওই দুই শিশু নিখোঁজ ছিল। পরে একটি পুকুর পাড়ে শিশুদের কাপড় দেখে পুকুরে জাল ফেলে খোঁজাখুঁজি শুরু হয়। এক পর্যায়ে ওই পুকুর থেকে দুজনের লাশ পাওয়া যায়।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূঁইয়া জানান, পরিবারের পক্ষ থেকে আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে দুই শিশুর লাশ দাফনের অনুমতি প্রদান করা হয়েছে। ওই ঘটনায় থানায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 + fourteen =