শেরপুরের শ্রীবরদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে পহেলা বৈশাখ পালিত হয়েছে। ১৪ এপ্রিল রবিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে ছিলেন সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম।
শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনীনের নেতৃত্বে শোভাযাত্রায় অংশ নেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান জুয়েল আকন্দ, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম খান সিদ্দিকী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রহুল আমিন তালুকদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
