পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শেরপুরের শ্রীবরদী থানায় কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য, নন-পুলিশ ও আউটসোর্সিং স্টাফদের মাঝে ঈদ আনন্দ ছড়িয়ে দিতে জেলা পুলিশের পক্ষ থেকে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।
৭ এপ্রিল রবিবার শ্রীবরদী থানা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই ঈদসামগ্রী বিতরণ করেন শেরপুরের পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা।
ওইসময় তিনি পুলিশ সদস্যদের পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানান এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম খান সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. খোরশেদ আলম, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মো. দিদারুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ মিয়াসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।