ঢাকায় কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্য শেরপুরের মনিরুজ্জামান তালুকদারের পরিবারে কাছে আইজিপির দেওয়া ঈদুল ফিতরের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ৬ এপ্রিল শনিবার শেরপুরের পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ওই পরিবারের কাছে আইজিপির পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা বার্তাসহ খাদ্য উপকরণ ও উপহার সামগ্রী তুলে দেন পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. খোরশেদ আলম। ওইসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগে কর্মরত ট্রাফিক কনস্টেবল মনিরুজ্জামান তালুকদার গত কোরবানীর ঈদের ছুটি শেষে ১ জুলাই ভোরে ঢাকায় ফেরার পর ফার্মগেটের সেজান পয়েন্টের সামনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন।
তিনি শেরপুরের শ্রীবরদী উপজেলার কুরুয়া তালুকদারবাড়ীর বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কাশেম তালুকদার ও মোরছেদা বেগম দম্পতির ছেলে এবং দুই ছেলে সন্তানের জনক ছিলেন।
