শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরের বিশিষ্ট ক্রীড়া সংগঠক নাজিম আর নেই
শেরপুরের বিশিষ্ট ক্রীড়া সংগঠক নাজিম আর নেই

শেরপুরের বিশিষ্ট ক্রীড়া সংগঠক নাজিম আর নেই

শেরপুর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মো. নাজিমুল হক নাজিম (৫৭) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (৩১ মার্চ) সকাল ৮টার দিকে রাজধানীর সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
হৃদরোগ, কিডনী জটিলতা ও ফুসফুসের প্রদাহজনিত কারণে বেশ কিছুদিন ধরে তিনি সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি স্ত্রী, ২ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুর সংবাদে জেলার ক্রীড়াঙ্গন ও রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে আসে।
নাজিমুল হক নাজিম বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন ও ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বিসিবির কাউন্সিলর ছিলেন। শহরের গৃর্দানারায়ণপুর এলাকার বাসিন্দা নাজিমুল হক নাজিম ‘সাবেক ছাত্রনেতা নাজিম’ নামে পরিচিত ছিলেন। ছাত্রজীবনে তিনি বাকশালের জাতীয় ছাত্রলীগ ও বাংলাদেশ ছাত্রলীগের জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করেছেন। ছিলেন জেলা কৃষক লীগেরও সভাপতি।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি, জাতীয় সংসদের সাবেক হুইপ ও শেরপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আতিউর রহমান আতিক, শেরপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানুয়ার হোসেন ছানু, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এডিএম শহীদুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান প্রমুখ।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × three =