শেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পৌর এলাকার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও উপহারসামগ্রী প্রদান করা হয়েছে। ২৭ মার্চ বুধবার বিকেলে শেরপুর পৌরসভার উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসকের পক্ষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক তোফায়েল আহমেদ। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান।
পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার এ্যাডভোকেট মোখলেছুর রহমান আকন্দ।
পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আব্দুল কাদিরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন সুরুজ, শহীদ পরিবারের সন্তান সহযোগী অধ্যাপক শিব শঙ্কর কারুয়া শিবু প্রমুখ।
আলোচনা সভা শেষে পৌর এলাকার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছা, উপহারসামগ্রী ও ইফতারসামগ্রী তুলে দেওয়া হয়। ওইসময় পৌরসভার প্যানেল মেয়র মো. কামাল হোসেন ও নাজমা বেগমসহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ ও শহীদ পরিবারের সদস্যগণসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে পৌর এলাকার বীর মুক্তিযোদ্ধা-শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও উপহার প্রদান