শেরপুর জেলা পুলিশে কর্তব্যরত পুলিশ সদস্যদের কৃতি সন্তানদের মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। ২৭ মার্চ বুধবার দুপুরে জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এসএসসি ও এইচএসসি-সমমান পরীক্ষায় ২০২২ সালে গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত ৭ জন শিক্ষার্থীকে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি তুলে দেন পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা।
ওইসময় পুলিশ সুপার তার বক্তব্যে এসএসসি ও এইচএসসি-সমমান পরীক্ষায় সাফল্য অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের জেলা পুলিশের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
তিনি বলেন, বর্তমান যুগ আগের চেয়ে অনেক বেশি প্রতিযোগিতাপূর্ণ। তাই উচ্চ শিক্ষার জন্য এখন থেকেই প্রস্তুতি নিয়ে এগিয়ে যেতে হবে। সেইসাথে শুধু পরীক্ষায় ভালো ফলাফলই নয়, দেশ ও জাতির কল্যাণের জন্য নিবেদিত হয়ে ভবিষ্যতের জন্য নিজেদের কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রস্তুতি নিয়ে দেশের উন্নয়নের যাত্রাকে আরও এগিয়ে নিতে হবে।
মেধাবৃত্তি প্রদানকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও মেধাবী শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।