শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে পুলিশ সদস্যদের কৃতি সন্তানদের মেধাবৃত্তি প্রদান
শেরপুরে পুলিশ সদস্যদের কৃতি সন্তানদের মেধাবৃত্তি প্রদান

শেরপুরে পুলিশ সদস্যদের কৃতি সন্তানদের মেধাবৃত্তি প্রদান

শেরপুর জেলা পুলিশে কর্তব্যরত পুলিশ সদস্যদের কৃতি সন্তানদের মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। ২৭ মার্চ বুধবার দুপুরে জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এসএসসি ও এইচএসসি-সমমান পরীক্ষায় ২০২২ সালে গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত ৭ জন শিক্ষার্থীকে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি তুলে দেন পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা।
ওইসময় পুলিশ সুপার তার বক্তব্যে এসএসসি ও এইচএসসি-সমমান পরীক্ষায় সাফল্য অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের জেলা পুলিশের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
তিনি বলেন, বর্তমান যুগ আগের চেয়ে অনেক বেশি প্রতিযোগিতাপূর্ণ। তাই উচ্চ শিক্ষার জন্য এখন থেকেই প্রস্তুতি নিয়ে এগিয়ে যেতে হবে। সেইসাথে শুধু পরীক্ষায় ভালো ফলাফলই নয়, দেশ ও জাতির কল্যাণের জন্য নিবেদিত হয়ে ভবিষ্যতের জন্য নিজেদের কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রস্তুতি নিয়ে দেশের উন্নয়নের যাত্রাকে আরও এগিয়ে নিতে হবে।
মেধাবৃত্তি প্রদানকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও মেধাবী শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nine − 3 =