শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা নকলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
নকলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

নকলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

সারাদেশের ন্যায় শেরপুরের নকলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস- ২০২৪ পালিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশবার তোপধ্বনি ও শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়।
দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে সকাল ৯:৩০ মিনিটে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন এর উদ্যোগে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, পুলিশ, আনসার ভিডিপি সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ ছিলো উল্লেখযোগ্য।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া উম্মুল বানিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো: বোরহান উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুর প্রমুখ বক্তব্য রাখেন।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সামিউল হক মুক্তার সঞ্চালনায় নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, বীর মুক্তিযোদ্ধাগণ, নকলা প্রেসক্লাবের সাংবাদিকসহ স্থানীয় সাংবাদিকগণ এবং বিভিন্ন শ্রেণীপেশার লোকজন উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × four =