শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা নকলায় বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের মাঝে সহায়তার চেক বিতরণ
নকলায় বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের মাঝে সহায়তার চেক বিতরণ

নকলায় বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের মাঝে সহায়তার চেক বিতরণ

শেরপুরের নকলায় ক্যান্সার, কিডনি, লিভার, সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের মাঝে ৫০ হাজার করে ১৮জনকে ৯ লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। সোমবার (২৫ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে পরিষদ সভাকক্ষে এ সহায়তার চেক বিতরন করা হয়।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ সরকার, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সোহেল, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল কাদের মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × 5 =