শেরপুরের নকলায় ব্যাটারিচালীত ইজিবাইকের ধাক্কায় তানিয়া আক্তার নামে ৫ বছরের এক শিশু কন্যার মৃত্যু হয়েছে। রবিবার (২৪ মার্চ) বিকেলে উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের নারায়নখোলা এলাকায় এ ঘটনা ঘটে। তানিয়া ওই এলাকার আব্দুল কদ্দুসের কন্যা।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, তানিয়া খেলার সাথীদের নিয়ে খেলার ছলে দৌড়াদৌড়ির এক পর্যায়ে বসতবাড়ির সামনের পাকা রাস্তার উপরে উঠে পড়লে চন্দ্রকোনা থেকে নারায়নখোলাগামী ব্যাটারীচালিত ইজিবাইকের ধাক্কায় আহত হয়ে মাটিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তানিয়াকে আহত অবস্থায় নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল কাদের মিয়া জানান, ইজিবাইকের ধাক্কায় শিশু তানিয়া আক্তার মারা যাওয়ার ঘটনায় আমরা ইজিবাইকটি আটক করেছি। চালক পলাতক রয়েছেন।