পবিত্র রমজান মাস উপলক্ষে শেরপুরে বিনালাভে পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ২২ মার্চ শুক্রবার সকালে জেলা প্রশাসনের তত্বাবধানে জেলা রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে এবং দি বয়েজ অব আইডিটি’র সহযোগিতায় ডিসি গেইটের সামনে একটি স্টলে বিনালাভে ওই পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।
উদ্বোধনকালে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম বলেন, রমজানে রোজাদাররা যেন ন্যায্যমূল্যে ফলমূলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পেতে পারে সে লক্ষ্যেই বিনালাভে পণ্য বিক্রির কার্যক্রম শুরু হলো। এতে মানুষ কিছুটা হলেও উপকৃত হবে। এজন্য তিনি এ কার্যক্রমে যারা এগিয়ে এসেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেইসাথে কার্যক্রম ঈদ পর্যন্ত চালু রাখতে জেলা প্রশাসনের সহায়তার আশ্বাস দেন।
ওইসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পদোন্নতিপ্রাপ্ত উপসচিব মুকতাদিরুল আহমেদ, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নকিবুজ্জামান খান, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, জেলা প্রশাসনের এনডিসি জিএমএ মুনীব, রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. আল আমিন রাজু, শেরপুর জেলা শাখার সভাপতি মেহেদী হাসান শামীম, সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলামসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উদ্যোক্তারা জানান, প্রথম দিনে স্টলটিতে তরমুজ, আনারস, আপেল, কমলা, আঙুর, খেজুর, বেলসহ বিভিন্ন ফলমূল পাওয়া যাচ্ছে। পর্যায়ক্রমে গরুর মাংসসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যও এ স্টলে পাওয়া যাবে।