‘শান্তির জন্য পানি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে বিশ্ব পানি দিবস-২০২৪ পালিত হয়েছে। এ উপলক্ষে ২২ মার্চ শুক্রবার সকালে জেলা প্রশাসন ও জেলা পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুমের নেতৃত্বে এক র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি জেলা কালেক্টরেট প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। ওইসময় তিনি বলেন, মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পানির গুরুত্ব অপরিসীম। পানির অপচয় ও দূষণ রোধ করতে হবে। নদীমাতৃক এদেশে পানিকে সর্বক্ষেত্রে কাজে লাগাতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পদোন্নতিপ্রাপ্ত উপসচিব মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নকিবুজ্জামান খান ও প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার।
ওইসময় জেলা প্রশাসনের এনডিসি জিএমএ মুনীব, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মজিবর রহমান মাস্টারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।