শেরপুরে জেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ১৯ মার্চ মঙ্গলবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছানুয়ার হোসেন ছানু।
জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেে বক্তব্য রাখেন পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন ও সদর উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ।
সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান আরজুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আকরাম হোসেনসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ক্রীড়া, সাংস্কৃতিক ও ক্যুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। এছাড়া ২০২২ সালে জাতীয় পর্যায়ে পুরস্কৃত ৬ জন শিক্ষার্থীর হাতেও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।