শেরপুরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে ১৭ মার্চ রবিবার ভোরে শহরের চকবাজারস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিকসহ দলীয় নেতৃবৃন্দ।
পরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক। ওইসময় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন ও মিনহাজ উদ্দিন মিনাল, শহর আওয়ামী লীগের সভাপতি প্রকাশ দত্ত, সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, সম্পাদকমন্ডলীর সাবেক সদস্য এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, শামীম হোসেন, আব্দুল্লাহ আল মামুন, বিনয় কুমার সাহা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা বিএমএ সভাপতি ডা. এম এ বারেক তোতা, ভাতশালা ইউপি চেয়ারম্যান নাজমুন নাহার প্রমুখ উপস্থিত ছিলেন।
এরপর শহরের নবীনগর দারুসসালাম ফারুকিয়া মাদ্রাসায় বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। পরে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে মাদ্রাসার এতিমদের ইফতারের জন্য নগদ টাকা প্রদান করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক।
এছাড়া রবিবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।