শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচেই শূন্য রানে আউট হয়েছেন লিটন দাস। বাজে পারফর্ম্যান্সের কারণে এবার দল থেকে বাদ পড়লেন তিনি। লঙ্কানদের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডের দল থেকে তাকে বাদ দেয়া হয়েছে। তাঁর বদলে দলে ডাক পেয়েছেন জাকের আলী অনিক।
লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও শূন্য রানেই আউট হয়েছেন এই টাইগার ওপেনার। পারফর্ম্যান্সের কারণেই তৃতীয় ম্যাচের স্কোয়াডে আর তাকে বিবেচনা করেনি নির্বাচকরা।
এর আগে লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও ব্যাট হাতে নিজের সামর্থ্যের প্রমাণ দিতে পারেননি লিটন। তিন ম্যাচ খেলে ৪৩ রান করেন তিনি।
এদিকে এবারের বিপিএল দিয়ে নজর কেড়েছিলেন জাকের আলী অনিক। লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে আলিস আল ইসলাম চোটে পড়ায় তাঁর বদলে দলে ঢোকেন জাকের। এরপর জাতীয় দলে নিজের অভিষেক ম্যাচেই দারুণ এক ইনিংস খেলেন তিনি। এবার ওয়ানডে দলেও ডাক পেলেন এই তারকা।
তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন (অধিনায়ক), এনামুল হক, সৌম্য সরকার, তানজিদ হাসান, জাকের আলী, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান ও মোস্তাফিজুর রহমান।