শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে শিশুদের আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
শেরপুরে শিশুদের আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেরপুরে শিশুদের আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শেরপুরে আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৬ মার্চ শনিবার সকালে জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমির আয়োজনে জেলার শিশু একাডেমির কার্যালয়ে ভারপ্রাপ্ত জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আসলাম খানের তত্ত্বাবধানে ওইসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
চিত্রাঙ্কন ও আবৃত্তিতে তিনটি পৃথক গ্রুপ এবং রচনায় দুটি পৃথক গ্রুপে এ প্রতিযোগিতা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
ওইসময় বিভিন্ন প্রতিযোগিতার বিচারক হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার জিএমএ মুনীব ও অনিন্দিতা রানী ভৌমিক, প্রভাষক মো. শওকত হোসেন, মলয় মোহন বল, শ্যামলী মালাকার, সাইফুল ইসলাম শাহীন প্রমুখ।
প্রতিযোগিতায় বিজয়ীদের আগামীকাল ১৭ মার্চ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় শিশু দিবসের আলোচনা সভা শেষে পুরস্কার প্রদান করা হবে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − 10 =