শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে কনস্টেবল পদে নিয়োগ লক্ষ্যে প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত
শেরপুরে কনস্টেবল পদে নিয়োগ লক্ষ্যে প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

শেরপুরে কনস্টেবল পদে নিয়োগ লক্ষ্যে প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

‘সেবার ব্রতে চাকরি’—এই শ্লোগানে শেরপুর জেলায় নিয়োগযোগ্য প্রকৃত শূণ্য পদ অনুসারে বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে শারীরিক মাপ ও Physical Endurance Test (PET)-এর সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত ওই লিখিত পরীক্ষায় শেরপুরের নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত থেকে পরীক্ষার হল ও সার্বিক কার্যক্রম সরেজমিনে তদারকি করেন পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা।
এসময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি পুলিশ সুপার (টেলিকম) মোঃ শাহরিয়ার আলী, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ হেডকোয়ার্টার্স) তাপস রঞ্জন ঘোষ, টিআরসি নিয়োগ বোর্ডের সদস্য অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল) সুমন কান্তি চৌধুরী এবং সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) মো. আতাহারুল ইসলাম তালুকদার উপস্থিত ছিলেন।
এছাড়াও শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মো. দিদারুল ইসলামসহ নিয়োগ ডিউটিতে নিয়োজিত জেলা বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
আগামী ২৩ মার্চ সকাল ৯ টায় লিখিত পরীক্ষা’র ফলাফল জেলা পুলিশ লাইন্সে মাঠে প্রকাশ করা হবে। সেইসাথে উত্তীর্ণ প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী প্রাথমিকভাবে নির্বাচিত করা হবে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − one =