শেরপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের সাবেক কমিশনার, শহর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলাল উদ্দিন (৬২) আর নেই। ১৪ মার্চ বৃহস্পতিবার রাত ৪টার দিকে রোজার জন্য সেহরী খেয়ে ঘুমানোর সময় শ্বাসকষ্ট শুরু হলে শেরপুর জেলা হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু ঘটে।
মৃত্যুকালে তিনি ২ স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে রেখে গেছেন। বেলা আড়াইটার দিকে শহরের নবীনগর এলাকার নিজবাড়ীতে নামাজে জানাযা শেষে অস্টমীতলা পৌর কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
তার মৃত্যুতে জেলা বিএনপি’র সভাপতি, সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, প্যানেল মেয়র নজরুল ইসলাম, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, শেরপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও শেরপুর প্রতিদিনের প্রকাশক-সম্পাদক সোহেল রানা গভীর শোক প্রকাশ করেছেন।