শেরপুরে সেনাবাহিনীতে চাকরি দেয়ার নামে প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্য স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। ১২ মার্চ মঙ্গলবার দুপুরে তাদের নিয়মিত মামলায় আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন নজরুল ইসলাম তারা (৫০) ও তার স্ত্রী সুলতানা বেগম (৩৫)। তারা শেরপুর সদর থানার টাকিমারি গ্রামের টিকাদার বাড়ীর বাসিন্দা। সেনাবাহিনীতে চাকুরীর ভূয়া নিয়োগপত্র প্রদানকালে পুলিশ তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক জানান, তাদের নামে সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
