মাহে রমজানের পবিত্রতা রক্ষায় শেরপুরে আলেম-উলামাদের অংশগ্রহণে র্যালি অনুষ্ঠিত হয়েছে। ১১ মার্চ সোমবার সকালে জেলা প্রশাসন ও জেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জেলা কালেক্টরেট ভবন অঙ্গন থেকে পদোন্নতিপ্রাপ্ত উপসচিব মুকতাদিরুল আহমেদ ওই র্যালির উদ্বোধন করেন।
ওইসময় জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাই মোনুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার মোহতামিম আলহাজ্ব মাওলানা সিদ্দিক আহমদ, জেলা জমিয়াতুল মোদাররেছিনের সভাপতি মাওলানা মো. ফজলুর রহমান, সাবেক সভাপতি মাওলানা মো. নুরুল আমিনসহ বিপুল সংখ্যক মুসল্লী অংশ নেন।
পরে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।
