শেরপুরের ব্রিটিশ বিরোধী আন্দোলনকারী নেতা আন্দামান ফেরত এবং মুক্তিযোদ্ধা সংগঠক বিপ্লবী রবি নিয়োগীকে স্বাধীনতা পদক প্রদানের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সন্তান ও সচেতন ব্যক্তিবর্গ। ১১ মার্চ সোমবার সকালে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত মানববন্ধন শেষে শেরপুর জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুমের কাছে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় জেলা সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মুহাম্মদ আখতারুজ্জামান, মুক্তিযুদ্ধে মুজিব বাহিনীর সদস্য ডা. হেফজুল বারী খান, মুক্তিযুদ্ধের শহীদ পরিবারের সন্তান সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু, জেলা সেক্টর কমান্ডারস ফোরাম সদস্য মো. হারেজ আলী, এ্যাডভোকেট সুরুজ্জামানসহ অন্যান্য সচেতন মহল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম ওই সময় তাদেরকে স্বাধীনতা পদক প্রাপ্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র তথ্যাদি জমা দেওয়ার জন্য বলেন এবং পরে তিনি ওইসব কাগজপত্র বিবেচনাপূর্বক আগামী বছরের জন্য পদক প্রাপ্তির প্রস্তাবনা পাঠাবেন বলে তিনি আশ্বাস দেন।
Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা বিপ্লবী রবি নিয়োগীকে স্বাধীনতা পদক প্রদানের দাবিতে স্মারকলিপি প্রদান