শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির ফেব্রুয়ারি ২০২৪ খ্রিঃ মাসের আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ মার্চ) সকাল ১১ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা আলহাজ্ব মোঃ ছানুয়ার হোসেন ছানু।
সভায় জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা: অনুপম ভট্টাচার্য্যসহ অনেকে।
সভায় শেরপুর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কমিটির অন্যান্য সদস্যবৃন্দের সাথে বিস্তর আলোচনা করা হয়।