শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে সিনিয়র সাংবাদিক ও কবি তালাত মাহমুদের স্মরণে শোকসভা
শেরপুরে সিনিয়র সাংবাদিক ও কবি তালাত মাহমুদের স্মরণে শোকসভা

শেরপুরে সিনিয়র সাংবাদিক ও কবি তালাত মাহমুদের স্মরণে শোকসভা

তালাত মাহমুদ ছিলেন বহুমুখি প্রতিভাধর ব্যক্তিত্ব। তিনি একাধারে ছিলেন সমকালীন সাংবাদিকতার অগ্রপথিক, অনুসন্ধানি সাংবাদিক-কলামিস্ট, কবি ও গীতিকার। প্রেম ও সৌন্দর্যের পাশাপাশি তার কবিতায় উঠে এসেছে চেতনা ও দ্রোহ। তিনি সাংবাদিক ও সাহিত্যিকের পাশাপাশি একজন সফল সংগঠক ছিলেন। কাজেই তার মৃত্যুতে শেরপুর-জামালপুর অঞ্চলের সাহিত্য ও সাংবাদিকতা অঙ্গনে অপূরণীয় ক্ষতি হয়েছে-সদ্য প্রয়াত বিশিষ্ট সাংবাদিক-কলামিস্ট ও কবি তালাত মাহমুদ সম্পর্কে এমন কথা বলেছেন শেরপুরের সাংবাদিক নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিক ও সাহিত্যিকরা। ১০ মার্চ রবিবার সন্ধ্যায় শেরপুর প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব ভবনে আয়োজিত স্মরণসভায় তার সম্পর্কে স্মৃতিচারণ করতে গিয়ে ওই কথা বলেন তারা।
প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধারের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুল ইসলাম লিটন, সাধারন সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, সাবেক সাধারণ সম্পাদক কাকন রেজা ও সাবিহা জামান শাপলা, সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল, সহ-সভাপতি এস এম শহিদুল ইসলাম ও আসাদুজ্জামান মোরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক দত্ত, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, সিনিয়র সাংবাদিক সঞ্জীব চন্দ্র বিল্টু, ফজলুল করিম সুরুজ, মাসুদ হাসান বাদল, হারুনুর রশিদ, জনউদ্যোগ আহবায়ক আবুল কালাম আজাদ, প্রেসক্লাব নেতা মারুফুর রহমান ফকির, আল আমিন আলিম, কবি আরিফ হাসান, কবি-সাংবাদিক হাফিজুর রহমান লাভলু, কবি মোস্তাফিজুল হক, কবি আইয়ুব আকন্দ বিদ্যুৎ, কবি রবিউল ইসলাম, কবি আশরাফ আলী চারু, সাংবাদিক সুমন দে, তারিকুল ইসলাম, মনিরুজ্জামান মনির, কামরুজ্জামান বাদল, কবি আজাদ সরকার, কবি হানজালা, প্রয়াত কবি পুত্র ইলহাম প্রমুখ।
ওইসময় কবি পুত্র ইলহামের বক্তব্যের প্রেক্ষিতে স্থানীয় একটি ব্যবসায়ী পরিবারের কাছে প্রয়াত তালাত মাহমুদের পাওনা টাকা উদ্ধার, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে অর্থিক সহায়তা প্রদান এবং তার অপ্রকাশিত সাহিত্য সৃষ্টি প্রকাশে সার্বিক সহায়তার প্রত্যয় ব্যক্ত করেন সাংবাদিক নেতারা।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × five =