শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা ভ্রাম্যমান আদালতে সাংবাদিক রানার সাজার ঘটনায় শেরপুর প্রেসক্লাবের উদ্বেগ প্রকাশ
ভ্রাম্যমান আদালতে সাংবাদিক রানার সাজার ঘটনায় শেরপুর প্রেসক্লাবের উদ্বেগ প্রকাশ

ভ্রাম্যমান আদালতে সাংবাদিক রানার সাজার ঘটনায় শেরপুর প্রেসক্লাবের উদ্বেগ প্রকাশ

শেরপুরের নকলায় দৈনিক দেশ রুপান্তর পত্রিকার উপজেলা সংবাদদাতা শফিউজ্জামান রানা (৪৫) কে ভ্রাম্যমান আদালতে সাজা প্রদানের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে শেরপুর প্রেসক্লাব। ৯ মার্চ শনিবার শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার ও সাধারন সম্পাদক আদিল মাহমুদ উজ্জল এক বিবৃতিতে ওই উদ্বেগ প্রকাশ করেন।
প্রেসক্লাব সভাপতি ও সাধারন সম্পাদক বিবৃতিতে বলেন, গনতান্ত্রি শাসন ব্যবস্থায় যখন সরকার স্বাধীন ও মুক্ত গনমাধ্যমের অধিকার নিশ্চিত করনের লক্ষে কাজ করছে, ঠিক তখন বির্তকের উর্ধে না হলেও একজন গনমাধ্যমকর্মীকে তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে সরাসরি ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে সাজা দেওয়ার ঘটনা আমাদেরকে বিষ্মিত ও উদ্বিগ্ন করে তুলেছে। ওই ঘটনায় মফস¦লের সাংবাদিক সমাজ ফুসে উঠছে। তারা আশা প্রকাশ করে বলেন, শেরপুরের জেলা প্রশাসন স্মার্ট শেরপুর গড়ার লক্ষে কাজ করছে। তাদের যে কোন ইতিবাচক কর্মকান্ডে শেরপুর প্রেসক্লাবসহ জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত গনমাধ্যমকর্মীরা সহযোগিতা করে আসছেন। তাই গনমাধ্যমকর্মীদের সাথে একটি চমৎকার ও সহযোগী সম্পর্ক বহাল এবং স্বাধীন-সুষ্ঠ সাংবাদিকতার অঙ্গন রক্ষার স্বার্থে জেলা প্রশাসন সাজাপ্রাপ্ত সাংবাদিক শফিউজ্জামান রানার দ্রুত মুক্তিসহ উদ্ভূত অবস্থার অবসান করতে কার্যকর প্রদক্ষেপ গ্রহন করবেন।
উল্লেখ, গত ৫ মার্চ মঙ্গলবার দুপুরে নকলার ইউএনও কার্যালয়ে প্রবেশ করে সিএ শীলা আক্তার কে নাজেহাল, অফিসের গুরুত্বপূর্ণ ফাইল তছনছ এবং উপজেলা পর্যায়ে দাপ্তরিক এক সভায় ইউএনও সাদিয়া উম্মুল বানিনের কর্তব্য কাজে বাঁধাসহ বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তাকে আটক করা হয়। পরে উপজেলা সহকারি কমিশনার ( ভুমি ) ও নির্বাহী ম্যজিস্ট্রেট মো. শিহাবুল আরিফ পরিচালিত ভ্রাম্যমান আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেল হাজতে পাঠায়।
অন্যদিকে সাংবাদিক শফিউজ্জামান রানাকে নিয়ে নানা বিতর্ক থাকায় তার ওই সাজার ঘটনায় স্থানীয় অঙ্গনসহ জেলা পর্যায়ে কর্মরত গনমাধ্যমকর্মী ও তাদের সংগঠনগুলো বিব্রতকর অবস্থায় নিরব রয়েছেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 4 =