শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা প্রেমের নামে ইভটিজিং মেনে নেব না, প্রকাশ্যে বিচার হবে: শেরপুরে সংসদ সদস্য ছানু
প্রেমের নামে ইভটিজিং মেনে নেব না, প্রকাশ্যে বিচার হবে: শেরপুরে সংসদ সদস্য ছানু

প্রেমের নামে ইভটিজিং মেনে নেব না, প্রকাশ্যে বিচার হবে: শেরপুরে সংসদ সদস্য ছানু

শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. ছানুয়ার হোসেন ছানু বলেছেন, তোমরা আমাকে ভোট দাও বা না দাও, আমাকে গালিগালাজ কর, তবুও কলেজে আমি প্রেমের নামে ইভটিজিং মেনে নেব না। যারা এসব করবে তাদের প্রকাশ্যে বিচার হবে। তিনি আরও বলেন, আমাদের শেরপুর জেলা উন্নয়নের দিক থেকে অনেক জেলা থেকে পিছিয়ে আছে। তাই তোমাদের আগামী দিনের শেরপুরের উন্নয়নে এগিয়ে আসতে হবে। তোমাদেরকে ভবিষ্যতে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করতে হবে।
রোববার (১০ মার্চ) দুপুরে শেরপুর সরকারি কলেজের আয়োজনে কলেজ মাঠে তার সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সংসদ সদস্য ছানু।
কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন শেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, কলেজের সাবেক ভিপি বায়োজিদ হাসান, যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক প্রমুখ।
সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠান শেষে কলেজের শিক্ষার্থীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 − nine =