শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে সংসদ সদস্য ছানু ও শহিদুলকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স
শেরপুরে সংসদ সদস্য ছানু ও শহিদুলকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স

শেরপুরে সংসদ সদস্য ছানু ও শহিদুলকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স

শেরপুর-১ (সদর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মো: ছানুয়ার হোসেন ছানু ও শেরপুর-৩ ( শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য এ ডি এম শহিদুল ইসলামকে সংবর্ধনা দিয়েছে শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ। ৮ মার্চ শুক্রবার রাতে শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে এই সংবর্ধনা দেওয়া হয়। এসময় ব্যবসায়ীদের তরফ থেকে তাদের শুভেচ্ছা জানানো হয়।
শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ‘ র সভাপতি আলহাজ্ব মো. আসাদুজ্জাম রওশনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহম্মদ কিবরিয়া লিটন ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. রফিকুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন চেম্বার পরিচালক কানু চন্দ চন্দ্র। চেম্বার পরিচালক রাজন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে চেম্বারের সিনিয়র সহ-সভাপতি প্রকাশ দত্ত ও সহ- সভাপতি আলহাজ্ব মো. আরিফ হোসেনসহ পরিচালকগন, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, অন্যন্যা ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিগনসহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। দ্বিতীয় পর্বে সংস্কৃতিসেবী ইউসুফ আলী রবিনে সঞ্চালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী আকাশ সেন, তৌফা ও লুইপা।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × 4 =