শেরপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ শেরপুর জেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়েছে।
শনিবার (৯ মার্চ) দুপুরে শহরের নিউমার্কেটস্থ বিপ্লবী রবি নিয়োগী সভাপক্ষে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহিলা পরিষদের সহ-সভাপতি লুৎফুন নাহার।
শ্যামলী মালাকারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন নারী নেত্রী আঞ্জুমান আরা যুথি, আইরিন পারভিন, আঞ্জুমান লিপি, হারাধন সাহা, আসম সোহেল নয়ন, আবুল কালাম আজাদ প্রমুখ ।
আলোচনা সভা শেষে একটি শোভাযাত্রা বের করে শহর প্রদক্ষিণ করা হয়। শোভাযাত্রাটি উদ্বোধন করেন সংগঠনের সহ-সভাপতি ও প্রবীণ নারীনেত্রী ছবি মালাকার।