“সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো” এ প্রতিপাদ্যকে ধারণ করে শেরপুরে ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের আয়োজনে ২ মার্চ শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কালেক্টরেট ভবন চত্বরে বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপ-সচিব মুকতাদিরুল আহমেদ।
এসময় তিনি বলেন, ভোট হচ্ছে একটি নাগরিক অধিকার এবং সর্বজনীন অধিকার, ভোটের মাধ্যমে জনগণের প্রত্যাশিত জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে ৫ বছর ক্ষমতায় আসেন এবং জনগণের জন্য আইন প্রণয়ন করেন, নীতি নির্ধারণ করেন এবং সেগুলো মাঠ পর্যায়ে বাস্তবায়ন করেন। ৫ বছর পর সেই কাজের খতিয়ান তুলে ধরে নতুন প্রতিশ্রুতি দেন, এভাবে সরকার ব্যবস্থা চলমান রয়েছে। কাজেই ভোট সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষে আমাদের সঠিকভাবে ভোটার তালিকা প্রণয়ন করা এবং সঠিক তথ্য দিয়ে ভোটার তালিকায় অন্তর্ভূক্ত হওয়া।
পরে র্যালিটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ। র্যালি শেষে জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপ-সচিব মুকতাদিরুল আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন এবং সভাপতিত্বে করেন জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত, শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু, শেরপুর প্রেসক্লাব সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল প্রমুখ।
এসময় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জি. এম. এ. মুনীব, জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।