শেরপুরের ঝিনাইগাতিতে পর্যটকবাহী বাসচাপায় এক আইসক্রিম বিক্রেতার মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার গজনী অবকাশ পর্যটন কেন্দ্রের ভেতরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আইসক্রিম বিক্রেতা আমের আলী (৩৫) উপজেলার বন্ধভাটপাড়া এলাকার মৃত হাবিল উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে গজনীর অবকাশে ভ্যানে আইসক্রিম বিক্রি করছিলেন আমের আলী। এসময় টাঙ্গাইল বনভোজনে আসা পর্যটকবাহী ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই আমের আলীর মৃত্যুর ঘটনায় পুলিশ বাসটি জব্দ করেছে। বাসের সহকারী পালিয়ে গেলেও স্থানীয়দের সহায়তায় চালককে আটক করা হয়েছে।
লক্ষ্মীপুরে কৃষক কাশেম হত্যা মামলায় স্ত্রী-শ্বশুরসহ গ্রেপ্তার পাঁচ
ঝিনাইগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহম্মেদ বাদল জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।