শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শ্রীবরদীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
শ্রীবরদীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

শ্রীবরদীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

শেরপুরের শ্রীবরদীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। রাত ১২.০১ মিনিটে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়।
উপজেলা প্রশাসন, শ্রীবরদী থানা, উপজেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সূর্যোদয়ের সাথে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনসমূহে জাতীয় পতকা অর্ধনির্মিত রাখা হয়।
পরে মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে মাতৃভাষা দিবসের গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এ ডি এম শহিদুল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফৌজিয়া নাজনীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জুয়েল আকন্দ। উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশাররফ হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ ছালাহ উদ্দিন ছালেম, আ,লীগ নেতা এমএ মতিন, উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন, উপজেলা সাবেক যুবলীগের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, সাংবাদিক ফরিদ আহম্মেদ রুবেল প্রমুখ।
সভা শেষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

10 − 5 =