আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শেরপুরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৭ ফেব্রুয়ারি শনিবার দুপুরে জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে গ্রন্থাগার মিলনায়তনে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
লাইব্রেরিয়ান সাজ্জাদুল করিমের তত্ত্বাবধানে ওই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী পৃথক দুটি গ্রুপে অংশ নেয়।
প্রতিযোগিতায় বিজয়িদেরকে আগামী ২১ ফেব্রুয়ারি জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে।
