শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা নকলায় ড্রাম ট্রাক উল্টে প্রাণ গেলো শ্রমিকের
নকলায় ড্রাম ট্রাক উল্টে প্রাণ গেলো শ্রমিকের

নকলায় ড্রাম ট্রাক উল্টে প্রাণ গেলো শ্রমিকের

শেরপুরের নকলায় ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে নাজিবুল্লাহ (৫০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। ১৬ ফেব্রুয়ারি শুক্রবার দিবাগত রাতে উপজেলার গৌড়দ্বার এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত নাজিবুল্লাহ ফুলপুর উপজেলার হাটপাগলা দক্ষিণপাড়া এলাকার হানু খাঁ’র ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত পৌণে ১টার দিকে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কের নকলার গৌড়দ্বার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ড্রাম ট্রাক রাস্তার পাশে উল্টে যায়। ওইসময় ড্রাম ট্রাকে থাকা শ্রমিক নাজিবুল্লাহ গাড়ির নিচে চাপা পড়েন।
পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও শেরপুর থেকে ফায়ার সার্ভিস কর্মীরা এসে ড্রাম ট্রাকের নিচ থেকে নাজিবুল্লাহর লাশ উদ্ধার করে। তবে ঘটনার পরপরই চালক ও হেলপার পালিয়ে যায়।
দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল কাদের জানান, ওই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × 1 =