শেরপুরের নকলা উপজেলাধীন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৬ ফেব্রুয়ারি দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন।
প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া উম্মুল বানিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নাজিম উদ্দিন। এর আগে নবীন শিক্ষার্থী ও বিদায়ী শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
